৪ ডিসেম্বর গ্রহণের প্রভাব যাদের উপর থাকবে! ও প্রতিকার

 

বছরের শেষ সূর্যগ্রহণ ঘিরে বহু কৌতূহলি মানুষের মধ্যে চড়ছে আগ্রহের পারদ। অনেকেই শেষ সূর্যগ্রহণ ঘিরে রীতিমতো কৌতূহলী। এই গ্রহণ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাক একনজরে।

একটি পূর্ণগ্রাস, একটি আংশিক গ্রহণ ও আরেক টি বলয়গ্রাস। এই তিন ধরণের গ্রহণ দেখা যায়। ৪ ডিসেম্বরের গ্রহণ হবে মূলত পূর্ণগ্রাসের আওতায় থাকবে।

ভারতীয় সময় ১৭ ই অগ্রায়ন, বাংলাদেশ সময় ১৯ ই অগ্রায়ন, ইংরেজী ৪ ডিসেম্বর এই গ্রহণ পরিলিক্ষিত হবে।

গ্রহণ স্পর্শ (আরম্ভ) – ১০ টা ৫৯ মিনিট

পূর্নগ্রাস আরম্ভ – ১ টা ০ মিনিট

গ্রহণ মধ্য – ১ টা ০৪ মিনিট

পূর্ণগ্রাস সমাপ্ত – ১ টা ৩৪ মিনিট

গ্রহণ মোক্ষ (সমাপ্তি) – ৩ টা ০৭ মিনিট

পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থিতি – ১ মি ৫৭ সেকেন্ড

গ্রহণ স্থিতি – ৪ ঘণ্টা ৭ মিনিট

গ্রাসমান – ১.০৩৬

 

বাংলাদেশঃ

গ্রহণ স্পর্শ (আরম্ভ) – ১১ টা ২৯ মিনিট

পূর্নগ্রাস আরম্ভ – ১ টা ৩০ মিনিট

গ্রহণ মধ্য – ১ টা ৩৪ মিনিট

পূর্ণগ্রাস সমাপ্ত – ২ টা ৪ মিনিট

গ্রহণ মোক্ষ (সমাপ্তি) – ৩ টা ৩৭ মিনিট

পূর্ণগ্রাসের সর্বোচ্চ স্থিতি – ১ মি ৫৭ সেকেন্ড

গ্রহণ স্থিতি – ৪ ঘণ্টা ৭ মিনিট

গ্রাসমান – ১.০৩৬

সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ খালি চোখে সূ্র্যগ্রহণ দেখবেন না। এটি চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর।

গ্রহণে রাশির প্রভাব

বৃশ্চিক ও জ্যৈষ্ঠ রাশিতে এই গ্রহণ ঘটবে। এই গ্রহণে কেতুর সঙ্গে সূর্যের মিলন ঘটতে চলেছে। এছাড়াও, এই গ্রহণে চাঁদ এবং বুধের সংমিশ্রণ থাকবে। সূর্য ও কেতুর প্রভাবে হওয়ার সম্ভাবনা থাকতে পারে। একই সঙ্গে রাজনৈতিক উত্থান-পতনও হতে পারে। বৃশ্চিক রাশি বিষের চিহ্ন, তাই রোগ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। এছাড়া আকস্মিক দুর্ঘটনা ও মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।

খারাপ প্রভাব এড়াতে কী করবেন-

জ্যোতিষ শাস্ত্রের মতে, যে গ্রহের অশুভ প্রভাব এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে উপবাস, অনুদান, জপ এবং গ্রহ সম্পর্কিত জিনিসগুলির উপাসনা। যেভাবে করবেন গ্রহ দোষের প্রতিকারঃ

১. গঙ্গার জলে টাটকা দুধ মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে প্রতিটি গ্রহের অশুভ প্রভাব কমে যায়।
২. খুব সকালে ঘুম থেকে উঠে সূর্যমন্ত্র জপ করে জল অর্পণ করতে পারেন।
৩. এর পরে, দুধ এবং জল মিশিয়ে বট বা অশ্বত্থ গাছে দিতে পারেন।
৪. চাকরি, ব্যবসা, স্বাস্থ্য ও দাম্পত্য জীবনের সমস্যাগুলি কাটিয়ে উঠতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করতে পারেন।

সবসময় ঈশ্বরের স্মরণাপন্ন থাকবেন। মনে রাখবেন যে প্রদীপ ঈশ্বরের চরণে জ্বলে তার কোন ক্ষতি হয় না!

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.