যার ফলে সৌভাগ্য ফিরে এই ধনতেরাস এ!

ধনতেরাসের দিন শুধু সোনা কিনলেই হবে না, এই উৎসবের রয়েছে বেশ কিছু নিয়মও।

১. এই দিনে সারা বাড়ি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

২. বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে রঙ্গোলী দিতে হবে।

৩. লক্ষ্মীর পাঁয়ের চিহ্ন এঁকে দেবীকে আহ্বাণ করতে হবে।

৪. অকাল মৃত্যু ঠেকাতে এদিনে যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে হবে।

৫. একটি ছোট ঘটে নতুন কেনা ধাতু বা গয়না নিয়ে তাতে সামান্য চাল, সুপারী, ১৩ টি পদ্মবীজ, গঙ্গাজল, দিয়ে উপর থেকে ফুল, সোনা বা রূপোর কয়েন রাখতে হবে যদি নতুন গয়না না থাকে সে ক্ষেত্রে আপনি পুরনো গয়নাও ব্যবহার করতে পারবেন।

কেন ধনতেরাস পালন করবেন?

১. পরিবারের সকলের সুস্বাস্থ্য থাকার কামনা করে ধনতেরাস উৎসব পালন করা হয়।

২. এই উৎসব পালনের মাধ্যমে পরিবারের সকলের অকাল মৃত্যু রোধ করার কামনা হয়।

৩. এই উৎসব পালনের বাড়ির মধ্যে মা লক্ষীর সর্বদা কৃপালাভের কামনা করা হয়।

৪. এই উৎসব পালনের মাধ্যমে বাড়িতে কুবের দেবের আশীর্বাদ লাভ করার কামনা হয়।

৫. এই উৎসব পালনের মাধ্যমে গৃহের সকলের মানসিক শান্তি কামনা করা হয়।

৬. এই উৎসব পালনের মাধ্যমে বাড়ির মধ্যে দারিদ্র্যতা দূর করার কামনা করা হয়।

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.