বাড়িতে যেভাবে রাখবেন গণপতি বাপ্পাকে!

gonopoti bappa

বাড়িতে গণপতি বাপ্পার মূর্তি প্রায় প্রত্যেকেরই থাকে। গণপতি বাপ্পাকে সমৃদ্ধির দেবতা হিসেবে পুজো করেন হিন্দুরা। গণেশ চতুর্থী ছাড়াও বিশেষ বিশেষ দিনে গণেশের পুজো করা হয়। বিশেষত ব্যবসার ক্ষেত্রে উন্নতির জন্য গণেশ পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে গণেশ মূর্তি বাড়িতে রাখতে গেলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে আপনাকে।

১. ‘ধর্ম সিন্ধু’র মত বেশ কিছু বইতে লেখা রয়েছে যে একজনের কাছে একটির বেশি গণেশ মূর্তি থাকা কখনই উচিৎ নয়।

২. গণেশের মূর্তি কখনও সাত ইঞ্চির থেকে বেশি লম্বা হওয়া উচিৎ নয়।

গনেশ

৩. কখনই এমন গণেশ মূর্তি বাড়িতে রাখবেন না যার রঙ চোটে গিয়েছে, বা কোনও অংশ ভেঙে গিয়েছে। তাহলে খুবই খারাপ প্রভাব পড়তে পারে। যদি কোনও কারণে ভেঙে যায় বা বিবর্ণ হয়ে যায়, তাহলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে সেই মূর্তি পরিষ্কার জলে ভাসিয়ে দিতে হবে।

৪. নতুন মূর্তির থেকে পুরনো মূর্তির বেশি যত্ন দেওয়া উচিৎ। তবে পুরনো মূর্তি ভাল অবস্থায় থাকাটা জরুরি।

৫. মাটি, প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা মূর্তি না রাখাই ভাল। এগুলি সহজেই খারাপ হয়ে যায়। ধাতব জিনিসের মূর্তি রাখা উচিৎ।

৬. শিল্পের নামে কখনও বিকৃত মূর্তি রাখা উচিৎ নয়।

৭. যদি গণেশের পুজো করতে পারেন বা যত্ন নিতে পারেন, তাহলেই এই মূর্তি রাখুন। শো-পিস হিসেবে ব্যবহার করবেন না।

৮. শোবার ঘর, খাবার ঘর কিংবা রান্নাঘরে গণেশ মূর্তি রাখা উচিৎ নয়। এতে মূর্তির পবিত্রতা নষ্ট হতে পারে।

কোলকাতা২৪*৭

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.