দুর্গা পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র

আচমন: বাঁ হাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙ্গুলের অগ্রভাগ বাঁ হাতের জলে ডুবিয়ে মুখে ৩ /১ বার ছিটাতে হয়।

নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু

বিষ্ণুস্মরণ: হাত জোরকরে

নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতো হপি বা।

যঃ স্মরেত্ পুন্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরঃ শুচিঃ।।

নমঃ সর্বমঙ্গলমঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্। 

নারায়ণং নমস্কৃত্য সর্বকর্ম্মাণি কারয়েত্।। 

পুষ্পাঞ্জলিঃ

সপ্তমী: সচন্দনপুষ্প ও বিল্বপত্র নিয়ে বলুন

১. নমঃ আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে | পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে ||

২. হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখম্। হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে।। এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।

৩. সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে | ধর্ম্মার্থকামসম্পত্তিং দেহি দেবী নমোস্তু তে।। এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।

প্রণাম মন্ত্র:

সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাথসাধিকে।

শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোস্তু তে।।

 

অষ্টমী:

১. নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি। আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে।।
২. নমঃ সৃষ্টিস্তিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি। গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তু তে।।
৩. নমঃ শরণাগতদীর্নাত পরিত্রাণপরায়ণে। সর্বস্যাতিহরে দেবী নারায়ণি নমোস্তু তে।।
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।

প্রণাম মন্ত্র: জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী | দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে।।

নবমী:

১. কালি কালি মহাকালি কালিকে কালরাত্রিকে | ধম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোস্তু তে ||
২. লক্ষ্মি লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে | মহারাত্রি মহামায়ে নারায়ণি নমোস্তু তে ||
৩. কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়িনি | বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণি নমোস্তু তে ||
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||
প্রনাম মন্ত্র :- সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বি তে | ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তু তে ||

সোর্সঃ ইন্টারনেট হতে সংগৃহিত

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.