জন্মাষ্টমীতে যা যা করলে সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার!

jonmastomi

যাবতীয় বিপদ থেকে ভক্তকে রক্ষা করতে তিনিই ত্রাতা। ত্রেতাতে তিনি রাম , দাপরে তিনি কৃষ্ণ। কখনও সংহারক, কখনওবা অনাথের নাথ, দীনের বন্ধু, একাকীর সঙ্গী; তিনি শ্রীকৃষ্ণ। আর জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে ঘিরে বিভিন্ন আয়োজন হয়ে থাকে বহু গৃহস্থে। কৃষ্ণপূজার মাধ্যমে নিজের অভিষ্ট লক্ষ্যে যেমন পৌঁছানো যায়!

কৃষ্ণের মূর্তি সবার বাড়িতে ঠাকুর ঘরে থাকে৷ শাস্ত্রে আছে শুধু কৃষ্ণ নামেই দুর্ভাগ্যকে, সৌভাগ্যে পরিণত করা যায়৷ আর জন্মাষ্টমী হল সেই কৃষ্ণের জন্মদিন৷ এই জন্মাষ্টমীতে কিছু নিয়ম পাল করুন সংসারে সুখ-সমৃদ্ধি আনতে।

পঞ্জিকা অনুযায়ী, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি প্রতি বছর ইংরাজি ক্যালেন্ডারে অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনও এক সময়ে পড়ে।

এই দিন দুধ-ঘি-মধুতে স্নান সেরে নতুন জামা, গয়না পরে, ফুল-চন্দন-আতরে সেজে ওঠেন বালগোপাল ৷ আদরের গোপালের জন্য সাজানো হয় ভোগের থালা ৷ পোলাও থেকে লুচি, পায়েস থেকে লাড্ডু, নাড়ু, চকোলেট আরও কত কী ৷

dokkhinaborto

ব্রতের নিয়ম : জন্মাষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, ফুল, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুড়ো, মধু পর্কের বাটি, আসন-অঙ্গুরী সংগ্রহ করতে হয়।

  • নতুন করে সাজিয়ে তুলুন কৃষ্ণ মূর্তিকে ৷ পরান নতুন পোশাক, গয়না ৷
  • কৃষ্ণকে ভোগ দিন মাখন, মিছরি ৷ ভোগের সঙ্গে তুলসি পাতা দিতে কিন্তু ভুলবেন না ৷
  • ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন ৷
  • সকাল থেকে ঘরে কৃষ্ণ নাম করতে পারেন ৷
  • সুগন্ধে ভরিয়ে তুলুন গোটা বাড়িকে ৷
  • বাড়িতে কোনও বাচ্চা থাকলে, উপহার দিন তাঁদের ৷
  • ১০ জন শিশুকে লাড্ডু খাওয়াতে ভুলবেন না ৷ সঙ্গে থাক অল্প মাখন ৷
  • ব্রতপালনের দিন সম্ভব হলে উপবাস করুন।
  • ধনলাভ করার জন্য জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে রাধা-কৃষ্ণের মূর্তিতে হলুদ মালা দিয়ে পূজার্চণা করার কথা রয়েছে হিন্দু পুরাণে।
  • শ্রী কৃষ্ণ বিষ্ণুর অবতার। তাই জন্মাষ্টমীর দিন দক্ষিণাবর্ত শঙ্খ বাজিয়ে শ্রী কৃষ্ণের অভিষেক করলে তার সঙ্গে মা লক্ষ্মীও প্রসন্ন হন। মনষ্কামনা পূর্ণ হয়।
  • জন্মাষ্টমীর দিন সাদা মিষ্টি, সাবুদানার ক্ষীর দিয়ে ভোগ দিলে কৃষ্ণ প্রসন্ন হন।
  • জন্মাষ্টমীর দিন একটি ঝুনো নারকেল ও ১১টি বাদাম সহযোগে কৃষ্ণের অভিষেক করলে সব কাজ বাধামুক্ত হয়।
  • কর্মক্ষেত্রে উন্নতি লাভের জন্য জন্মাষ্টমীর দিন ক্ষীর বানিয়ে ছোট মেয়েদের খাওয়াবেন। এর ফলে কৃষ্ণের বিশেষ দৃষ্টি পাওয়া যায়।

তথ্যসূত্রঃ নিউজ১৮

error: Content is protected !! Without permission do not copy the content. We will sue you if you copy the content without permission.